Home আঞ্চলিক জগন্নাথপুরে শালিসি ব্যক্তির লাথিতে শালিসি ব্যক্তির মৃত্যু

জগন্নাথপুরে শালিসি ব্যক্তির লাথিতে শালিসি ব্যক্তির মৃত্যু

398
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে শালিস বৈঠকে এক শালিসি ব্যক্তির লাথিতে আরেক শালিসি ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানাগেছে, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের সুনু মিয়া ও তাঁর চাচীর মধ্যে জায়গার মালিকানা নিয়ে বিরোধ নিস্পত্তির লক্ষে গতকাল শনিবার গ্রামে শালিস বৈঠক বসে। শালিসে আলোচনার এক পর্যায়ে একই গ্রামের শালিসি ব্যক্তি ফজর উদ্দিন ও ফয়জুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শালিসি ব্যক্তি ফয়জুল ইসলামের লাথিতে আরেক শালিসি ব্যক্তি ফজর উদ্দিন (৮০) আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত শালিসি ব্যক্তি ফজর উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে শালিসে উত্তেজিত হয়ে ফজর উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকে জানান। এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান জানান, কেউ বলে লাথিতে আবার কেউ বলছেন স্টোকে ফজর উদ্দিনের মৃত্যু হয়েছে। তবে তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Previous articleপ্রতিরক্ষা সমঝোতা দেশের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা: রিজভী
Next articleবি-বাড়িয়া থেকে অপহৃত কিশোরী জগন্নাথপুরে উদ্ধার