Home আঞ্চলিক জগন্নাথপুরে শিক্ষা কর্মকর্তাদের স্কুল পরিদর্শন

জগন্নাথপুরে শিক্ষা কর্মকর্তাদের স্কুল পরিদর্শন

424
0

আলী আছগর ইমন, জগন্নাথপুর: সুনামগঞ্জের জগন্নাথপুরে সিলেট, সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার শিক্ষা কর্মকর্তারা স্কুল পরিদর্শন করেছেন।বুধবার জগন্নাথপুর পৌর সদরের পশ্চিম বাজারে অবস্থিত হলি চাইল্ড কিন্ডারগার্টেন নামের একটি স্কুল পরিদর্শন করেন সিলেট বিভাগীয় শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক তাহমিনা বেগম, সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা বায়েজিদ খান, জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন ও সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা। এ সময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হাসির আলী, সহ-সভাপতি জামাল উদ্দিন বেলাল, মকবুল হোসেন ভূইয়া, শহিদ মিয়া, শাহ আল আমিন, ইয়াহদি সারোয়ার লিমান, স্কুলের অধ্যক্ষ সুজিনা বেগম, শিক্ষক লক্ষী রাণী পাল, মিতালী দে, রোমেনা বেগম ইমা, মুক্তা রাণী পাল, অভিভাবক সুফিয়ান ভূইয়া, হালিমা ভূইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous articleশাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ হবে না: রিজভী
Next articleরাজধানীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রওশনের