Home আঞ্চলিক জগন্নাথপুরে সাবেক পৌর চেয়ারম্যানকে সংবর্ধনা

জগন্নাথপুরে সাবেক পৌর চেয়ারম্যানকে সংবর্ধনা

510
0

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আগামী পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশীদ ভূইয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মিজানুর রশীদ ভূইয়া যুক্তরাজ্য থেকে দেশে আসেন। এ সময় সিলেট বিমান বন্দর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাঁকে জগন্নাথপুরে নিয়ে আসা হয়। পরে স্থানীয় পৌর পয়েন্টে পৌরবাসীর উদ্যোগে মিজানুর রশীদ ভূইয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, সংবর্ধিত অতিথি মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা মাহবুবুর রহমান, শশীকান্ত গোপ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান প্রমূখ। এ সময় ব্যবসায়ী জুনেদ আহমদ ভূইয়া, ছোয়াব আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous articleলুটপাটের বিরুদ্ধে গা ঝাড়া দিয়ে ওঠার আহ্বান ড. কামালের
Next articleমসজিদ থেকে সিলেট নগর জামায়াত আমীর জুবায়েরকে গ্রেফতারে সিলেট মহানগর বিএনপির নিন্দা