Home আঞ্চলিক জগন্নাথপুরে সামাজিক সংগঠনের উদ্যোগে রাস্তা পাকাকরন

জগন্নাথপুরে সামাজিক সংগঠনের উদ্যোগে রাস্তা পাকাকরন

458
0

000
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে রাস্তা পাকাকরন কাজ করা হয়েছে। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের উদ্যোগী যুবকদের নিয়ে ১৪০ সদস্য বিশিষ্ট ‘বাগময়না উন্নয়ন যুব সংঘ’ নামে একটি সামাজিক সংগঠন রয়েছে। সংগঠনটি তাদের নিজস্ব অর্থায়নে এলাকার গ্রামীণ রাস্তা পাকাকরন, স্যানিটেশন, নিরক্ষর মুক্ত করন, বিভিন্ন রাস্তার পাশে বৃক্ষরোপন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহনসহ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
শনিবার এ সংগঠনের উদ্যোগে প্রায় এক লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় বাগময়না গ্রামের একটি রাস্তার ১৬৫ ফুট পাকাকরনের কাজ করা হয়েছে। রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মাহমদ মিয়া ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এ সময় সংগঠনের সহ-সভাপতি আকমল হোসেন, শহীদ মিয়া, যুগ্ম-সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর মিয়া, শরীফুল ইসলাম, রানা মিয়া, সদস্য কামরুল ইসলাম দারা, লিলু মিয়া, আব্দুল হালিম, শাহ নুর মিয়া, আখলিছ মিয়া, কায়াছ মিয়াসহ এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্যরা জানান, অত্র উপজেলার প্রতিটি অঞ্চলে আমরা সামাজিক উন্নয়নে কাজ করতে চাই। তাই সরকার, জনপ্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতা পেলে দ্রুত আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারবো। এতে উপকৃত হবেন জনসাধারণ।

Previous articleসিলেটে ছাত্রলীগের গুলিতে নিহত ১
Next articleপাঠানটুলা জামেয়ায় দাখিল পরীক্ষার্থীদের স্মারক’র মোড়ক উন্মোচন