Home আঞ্চলিক জগন্নাথপুরে সড়ক দূর্ঘটনায় আহত কমপক্ষে ১৫

জগন্নাথপুরে সড়ক দূর্ঘটনায় আহত কমপক্ষে ১৫

312
0

স্টাফ রির্পোটার: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এর মধ্যে গুরুত্বর আহতদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের লতিয়ারপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানানা, সিলেট বাস ষ্ট্যান্ড থেকে জগন্নাথপুরের উদ্যেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (সিলেট-জ-১১-২৮৬) উল্লেখিত স্থানে পৌছামাত্র চালক গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বাসটি দূর্ঘটনায় পতিত হয়। এতে ১৫জন যাত্রী আহত হন। গুরুত্বর আহত রোকেয়া বেগম (৫৫), আব্দুল মমিন (২৫), লালা মিয়া (৫৪) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর বাচ্ছু মিয়া (২২), সুমন মিয়া (১৮), আব্দুল কালাম (২০), সুত্ররঞ্জন বৈদ্য (৫২) কে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Previous articleসিলেট বিমানবন্দর থানার ওসি বদলি
Next articleখুৎবা, ওয়াজ-মাহফিলে নজরদারির সিদ্ধান্তে জামায়াতের উদ্বেগ