Home আঞ্চলিক জগন্নাথপুরে হলিয়ারপাড়া মাদ্রাসার আলিম শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান

জগন্নাথপুরে হলিয়ারপাড়া মাদ্রাসার আলিম শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান

311
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষ শিক্ষার্থীদের ছবক প্রদান উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ আব্দুল হকের সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা মহি উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।

বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য মোজাক্কির  হোসেন, বাংলা প্রভাষক রফিকুল ইসলাম মল্লিক, আরবি প্রভাষক ফরিদ আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র সংসদের জিএস মোঃ উমর ফারুক, নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবু সালেহ কয়েছ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইয়াকুব আহমদ ও নাতে রাসূল (সা.) পরিবেশন করেন মোঃ আব্দুল বাছিত।

সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, তোমরা জীবনের প্রথম সোপান মাড়িয়ে অত্যান্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় সোপানে পদার্পন করেছ। নিয়মিত পড়ালেখার মাধ্যমে সফলতা অর্জন করতে হবে। মনে রাখবে অধ্যাবসায় হচ্ছে জীবনের সফলতার মূল চাকিাঠি। পড়ালেখা ও উন্নত চরিত্র গঠনের মাধ্যমে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়া উঠাই হবে তোমাদের জীবনের মূল লক্ষ্য।

Previous articleজগন্নাথপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
Next articleজঙ্গি ও আস্তানার তথ্য দিলে পুরস্কার: র‌্যাব