Home বিভাগীয় সংবাদ জগন্নাথপুরে ২০০ বস্তা চাল আটকের পর ছেড়ে দেয়া হয়

জগন্নাথপুরে ২০০ বস্তা চাল আটকের পর ছেড়ে দেয়া হয়

437
0

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি চাল ভেবে ইঞ্জিন নৌকা ভর্তি ২০০ বস্তা বেসরকারি চাল আটক করেন স্থানীয় জনতা। পরে চালের বস্তা সরকারি হলেও চাল বেসরকারি হওয়ায় ছেড়ে দেয়া হয়েছে।
জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ ফেরি ঘাট নামক স্থানে একটি ইঞ্জিন নৌকা ভর্তি ২০০ বস্তা চাল আটক করেন স্থানীয় জনতা। চালের বস্তার গায়ে সরকারি সিল মোহর থাকায় চাল সরকারি ভেবে আটক করা হয়। খবর পেয়ে রাতেই জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামীম আল ইমরান ও জগন্নাথপুর থানার এস আই গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তখন খাদ্য গোদামের সরকারি কর্মকর্তারা আটককৃত চালকে বিভিন্ন ভাবে পরীক্ষা-নীরিক্ষা করে নিশ্চিত হন চালের বস্তা সরকারি হলেও চালগুলো বেসরকারি। যে কারণে আটককৃত চালগুলো জিম্মায় ছেড়ে দেয়া হয়। এ সময় সরজমিনে এক প্রশ্নের জবাবে সরকারি খাদ্য গোদামের কর্মকর্তারা জানান, সরকারি বস্তা যে কেউ ব্যবহার করতে পারে। এখানে সরকারের কোন নিষেধাজ্ঞা নেই। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস আই গোলাম মোস্তফা জানান, বস্তা সরকারি হলেও চাল বেসরকারি হওয়ায় ছেড়ে দেয়া হয়েছে। তবে আটককৃত চালের মালিক দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামের ব্যবসায়ী এবাদ মিয়া জানান, এগুলো আমার মিলের চাল। বিক্রির জন্য নেয়ার জন্য রাণীগঞ্জ দেয়া হয়। এগুলো সরকারি কোন চাল নয়। আমার ব্যক্তিগত চাল। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারি বস্তা ব্যবহারে কোন বাধা নেই। চালগুলো আটক করে আমাকে অযথা হয়রানী করা হয়েছে।

Previous articleজগন্নাথপুরে আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত
Next articleজগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন