জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে ২ দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। রোববার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২ দিন ব্যাপী প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় মিরপুর ইউনিয়নের মোট ১৬ টি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম খান। সোমবার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন ও শ্রীরামসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী। শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, শিক্ষানুরাগী ইমান আলী, তফজ্জুল আলী, সুনু মিয়া, ইলিয়াছ মিয়া, আওয়াল মিয়া, মুহিবুর রহমান, রফিজ আলী, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান আবুল, ইসলাম উদ্দিন, নছর উদ্দিন ও তরুন সমাজকর্মী মাহবুব হোসেন। এ সময় এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।