জগন্নাথপুর সংবাদদাতা: ‘ভিটামিন এ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান’এ স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ভিটামিন এ ক্যাপসুলের উপকারিতা সম্পর্কে দুই দিন ব্যাপি এলাকায় মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারণা চালানো হলে এলাকাবাসির মধ্যে ব্যাপক সাড়া পড়ে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হলে শিশুর রাত কানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, মৃত্যুর ঝুঁকি ২৪ ভাগ কমায় এবং ভিটামিন এ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ এ সংক্রান্ত প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে অভিভাবকরা লাইন দিয়ে তাদের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।
শনিবার জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মোট ২২৮ টি টিকাদান কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত একটানা ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম আব্দুল হাকিম জানান, জগন্নাথপুরে এবার প্রায় ৩৫ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আশিষ চন্দ্র দেব জানান, টিকাদান কেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে অভিভাবকরা ব্যাপক উৎসাহের সহিত শান্তিপূর্ণভাবে তাদের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন।