Home আঞ্চলিক জগন্নাথপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জগন্নাথপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

441
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ব্যাংকের চেক ডিজঅনার মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আদালতের ৩ টি গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি মনর উদ্দিনকে (৩২) গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের মুক্তার আলীর ছেলে।

জানাগেছে, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই আনোয়ার হোসেন ও এসআই অভিজিৎ সিংহ এর নেতৃত্বে একদল পুলিশ সিলেটের মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত আসামি মনর উদ্দিনকে গ্রেফতার করেন। গতকাল শুক্রবার গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Previous articleআসুন শপথ করি, জনগণের কল্যাণ করব: খালেদা জিয়া
Next articleনববর্ষ উদযাপনে মুসলমানিত্ব যায় না: তথ্যমন্ত্রী