জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে বস্তাভর্তি ৫৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ রজাক মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের কচুরকান্দি গ্রামের ওয়ারিছ আলীর ছেলে।
জানাগেছে, শুক্রবার রাত প্রায় সাড়ে ১১ টার দিকে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকা থেকে একটি অটোরিকশাযোগে বস্তাভর্তি মদ নিয়ে বিশ্বনাথ উপজেলায় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর বাজারের পাশে স্থানীয় নজিপুর গ্রাম এলাকায় সড়কে অভিযান চালিয়ে বস্তাভর্তি ৫৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ রজাক মিয়াকে গ্রেফতার করলেও তার আরো ২ সহযোগী পালিয়ে যায়। গ্রেফতারকৃত রজাক আলীকে গতকাল শনিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এস আই রফিকুল ইসলাম জানান, এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।