Home আঞ্চলিক জগন্নাথপুর উপজেলায় ‘চিলাউড়া সমাজকল্যান পরিষদ’ নামে সংগঠনের যাত্রা শুরু

জগন্নাথপুর উপজেলায় ‘চিলাউড়া সমাজকল্যান পরিষদ’ নামে সংগঠনের যাত্রা শুরু

428
0

জগন্নাথপুর: জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী জনবহুল গ্রাম চিলাউড়ায় একঝাক সৎ-পরিশ্রমি তরুণদের সমন্বয়ে অসহায়দের কল্যাণে প্রত্যয়দীপ্ত তরনদের সমন্বয়ে ‘চিলাউড়া সমাজকল্যান পরিষদ’ নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
সোমবার সভায় উপস্থিত ছিলেন, রেজাউল করিম রিপন, আব্দুল আউয়াল, শাহিনুর রহমান হাসান, মামুনুর রশীদ, আক্তার হোসাইন, এম জি উসমানী, জুবায়ের আহমদ, সাদেক হোসেন, মিলাদ তালুকদার, কামরুল ইসলাম, দুলন মিয়া, এমদাদ আলী, অজুদ মিয়া, মাসুম আহমদ কফিল, লিকসন মিয়া, মিঠু মিয়া, এনামুল হক, বাদল মিয়া সহ প্রমুখ সদস্যবৃন্দ।
এছাড়া ও আগামী ০৪/০৮/১৭ইং বিকাল ৪.৩০মি: চিলাউড়া সকল সচেতন যুবকদের থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সংগঠকরা।

Previous articleবিদেশী সহায়তা পেতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রয়োজন: টিআইবি
Next articleযুক্তরাষ্ট্রকে বন্ধু বেশে প্রতারণা না করতে এরদোগানের আহ্বান