জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েলের দাদী ও পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইসলাম উদ্দিনের মাতা যুক্তরাজ্য প্রবাসী আরতুজা বিবি’র (৮৫) মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাগদি (ঐহারদাস) গ্রামের নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না-রাজিউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুরে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল জানিয়েছেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েলের দাদী ও পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইসলাম উদ্দিনের মাতা যুক্তরাজ্য প্রবাসী আরতুজা বিবি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, এস.এ.ও ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী। শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কমনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।