Home আঞ্চলিক জগন্নাথপুর উপজেলা পরিষদের বাজেট পেশ

জগন্নাথপুর উপজেলা পরিষদের বাজেট পেশ

422
0

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলা পরিষদের বাজেট পেশ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, মিরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা পরিষদের সি/এ মিজানুর রহমান প্রমূখ। সভায় ২০১৭-১৮ অর্থ বছরের জন্য মোট ১ কোটি ১১ লক্ষ ৩ হাজার ৪০০ টাকার উন্নয়ন বাজেট পেশ করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। এতে ব্যয় ধরা হয় ১ কোটি ১১ লক্ষ ৩ হাজার ৪০০ টাকা। এখানে কোন উদ্বৃত্ত দেখানো হয়নি। সভায় রাজস্ব আয় দেখানো হয় ৭৩ লক্ষ ১৩ হজার ও ব্যয় দেখানো হয় ৫৪ লক্ষ ১৮ হাজার ৮০০ টাকা।

Previous articleজগন্নাথপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
Next articleসিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন