Home জাতীয় জনগণকে জাগিয়ে তুলতে হবে: বি চৌধুরী

জনগণকে জাগিয়ে তুলতে হবে: বি চৌধুরী

444
0

B. Chowdhury 01
ঢাকা: বিকল্পধারা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশের সঙ্কট মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে।

দেশবাসীকে জাগিয়ে তুলতে হবে, জনগণকে জাগিয়ে তুলতে হবে। তা না হলে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের রক্তের ঋণ শোধ করা যাবে না।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘গণতন্ত্র ও ডা. মিলন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করে ড্যাবের সভাপতি ডা. একেএম আজিজুলহক। বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমানুল্লাহ আমান, অধ্যাপক ডা.এম এ মাজেদ, ড্যাব এর সদস্য সচিব ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।

Previous articleহাসিনা-মোদি বৈঠক
Next articleচিকিৎসকদের কমিউনিটি ক্লিনিকেও সেবা দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী