Home রাজনীতি জনগণের সামনে দাঁড়ানোর সাহস সরকারের নেই: ছাত্রশিবির

জনগণের সামনে দাঁড়ানোর সাহস সরকারের নেই: ছাত্রশিবির

506
0

copy of shibir pic_58211ঢাকা: জনগণের সামনে দাঁড়ানোর সাহস সরকারের নেই বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, দেশ ও ইসলামের বিরুদ্ধে অবস্থানের কারণে অবৈধ সরকার পুরোপুরি গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই জনতার সামনে দাঁড়ানোর সাহস তারা হারিয়ে ফেলেছে। রোববার ছাত্রশিবির চাঁদপুর শহর ও জেলা আয়োজিত থানা দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।
শিবির সেক্রেটারি বলেন, আদর্শের সামনে টিকতে না পেরে বাতিল শক্তি এখন জামায়াত-শিবিরের বিরুদ্ধে কূটকৌশল এবং ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এসময় ছাত্রশিবিরের দায়িত্বশীলদের অসীম ধৈর্য্য ও সাহসিকতার সাথে অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেন।

Previous articleশমসের মুবীন খুনীদের রক্ষার চেষ্টা করছেন
Next articleনওগাঁয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভাইসহ খুন