ঢাকা: জনগণের সামনে দাঁড়ানোর সাহস সরকারের নেই বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, দেশ ও ইসলামের বিরুদ্ধে অবস্থানের কারণে অবৈধ সরকার পুরোপুরি গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই জনতার সামনে দাঁড়ানোর সাহস তারা হারিয়ে ফেলেছে। রোববার ছাত্রশিবির চাঁদপুর শহর ও জেলা আয়োজিত থানা দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।
শিবির সেক্রেটারি বলেন, আদর্শের সামনে টিকতে না পেরে বাতিল শক্তি এখন জামায়াত-শিবিরের বিরুদ্ধে কূটকৌশল এবং ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এসময় ছাত্রশিবিরের দায়িত্বশীলদের অসীম ধৈর্য্য ও সাহসিকতার সাথে অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেন।