Home জাতীয় জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগের ভরাডুবি হবে: ড. মোশাররফ

জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগের ভরাডুবি হবে: ড. মোশাররফ

333
0

ঢাকা: ‘আগামী নির্বাচন এই সরকার আবারও গায়ের জোরে করতে চায়। কারণ, তারা বুঝতে পেরেছে যে, জনগণকে যদি সুযোগ দেওয়া হয় তাদের ভোট দিতে তাহলে আওয়ামী লীগের ভরাডুবি হবে। এটা সরকারের গোয়েন্দারা তথ্য দিচ্ছে, এজন্য তারা একটার পর একটা কৌশল অবলম্বন করছে টিকে থাকার জন্য’বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘তড়িঘড়ি করে আরপিও সংশোধনের উদ্যোগ এবং বিতর্কিত ইভিএম পদ্ধতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রে নাগরিক শঙ্কা’ শীর্ষক মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য এ কথা বলেন। সংগঠনের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল, খালেদা ইয়াসমিন প্রমুখ।

Previous articleজনগণ এবার রুখে দাঁড়াবে: ড. কামাল হোসেন
Next articleত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ইসলামী আন্দোলনকে চুড়ান্ত লক্ষ্যে এগিয়ে নিতে হবে: এডভোকেট জুবায়ের