ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে লাল দালানের ১৪ শিকের মধ্যে থাকতে হতে পারে। গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিশোরগঞ্জের জনসভায় দেয়া বক্তব্যের প্রতিবাদে ডাকা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।