Home জাতীয় জনস্বার্থের কথা চিন্তা করেই সব কর্মসূচি স্থগিত করেছি: কাদের

জনস্বার্থের কথা চিন্তা করেই সব কর্মসূচি স্থগিত করেছি: কাদের

415
0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনভোগান্তির কথা চিন্তা করেই প্রধানমন্ত্রীর নির্দেশে পহেলা বৈশাখে উপলক্ষে আওয়ামী লীগের সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে। জনস্বার্থের কথা চিন্তা করেই সব কর্মসূচি স্থগিত করেছি। শুক্রবার ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন কাদের।
তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রা কিংবা পহেলা বৈশাখের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। সুতরাং এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, শিক্ষা ব্যবস্থাকে মূল কাঠামোর মধ্যে আনার জন্যই কওমি মাদরাসাকে সরকারি স্বীকৃতি দেয়া হয়েছে। এ নিয়ে হেফাযতে ইসলামের সেঙ্গ জোট হয়েছে বলে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে।

Previous articleসিলেটে ব্রিটিশ ইমিগ্রেশন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
Next articleবাংলা নববর্ষে দেশ আরো এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী