জব্বারের আমৃত্যু কারাদণ্ড

0
513

Abdul Jobbar
ঢাকা: একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জাতীয় পার্টির সাবেক সাংসদ পিরোজপুরের আবদুল জব্বার ইঞ্জিনিয়ারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়াররম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম। এর আগে আজ বেলা ১১টা ৭ মিনিটে এজলাসে আসেন ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারপতি। ইনায়েতুর রহিমের সূচনা বক্তব্যের পর জব্বারের মামলায় ১৪১ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়া শুরু হয়।
আবদুল জব্বারের বিরুদ্ধে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগসহ পাঁচটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল জব্বারের মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
এর আগে গত বছরের ৩ ডিসেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পিরোজপুরের জাতীয় পার্টির সাবেক এমপি ‘পলাতক’ আবদুল জব্বার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় অপেক্ষমাণ রাখা হয়।