ঢাকা: জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বুধবার মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখেন। আসামি জব্বার মামলার শুরু থেকেই পলাতক। তার অনুপস্থিতিতেই বিচারকাজ শেষ হয়েছে। জব্বারের বিরুদ্ধে চলতি বছরের ১৪ই আগস্ট একাত্তরে মুক্তিযুদ্ধকালিন সময়ে পাঁচটি অভিযোগে অভিযোগ গঠন করা হয়। ৭ই সেপ্টেম্বর সূচনা বক্তব্য উপস্থাপন শেষে তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর আইনজীবী আবুল হাসানকে জব্বারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য রাষ্ট্র নিযুক্ত (স্ট্যাট ডিফেন্স) আইনজীবী নিয়োগ করা হয়।