সিরাজগঞ্জ: কামারখন্দ উপজেলার কোনাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত কোনাবাড়ী গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী আলেয়া বেগম, তার ছেলে সুলতান মাহমুদ ও ফারুক হোসেনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কোনাবাড়ীতে আনোয়ার হোসেন ও ইসমাইল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকাল ১০টায় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় ইসমাইল হোসেনের লোকজন আনোয়ার হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও বাড়ির লোকজনকে মারপিট করে। এতে নারীসহ ৫ জন আহত হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরকার জানান, এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।