Home রাজনীতি জয়পুরহাটে বিএনপির কর্মীসভায় সংঘর্ষে আহত ৫

জয়পুরহাটে বিএনপির কর্মীসভায় সংঘর্ষে আহত ৫

406
0

জয়পুরহাটে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা বিএনপির কর্মীসভা দুই পক্ষের সংঘর্ষে পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার দুপুরের আগে জয়পুরহাট টাউন হলে এ ঘটনায় দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আহতদের মধ্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী সেকেন্দার এবং স্বেচ্ছাসেবক দল নেতা পাপন হোসেনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মীসভা শুরু হওয়ার কথা ছিল বেলা সাড়ে ১১টায়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আলীম এবং রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত সেখানে উপস্থিত ছিলেন।

কিন্তু সভা শুরুর কিছুক্ষণ আগে দুপক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সভামঞ্চের চেয়ার-টেবিলসহ মিলনায়তনের বিভিন্ন আসবাব ভাংচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Previous articleবিএনপি ক্ষমতায় থাকাকালে জাতিকে কিছুই দিতে পারেনি: হানিফ
Next articleনতুন ভ্যাট আইন কিছুটা সংশোধন করা হবে: অর্থমন্ত্রী