Home আঞ্চলিক জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুতে গোলাপ মিয়া শোকাহত

জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুতে গোলাপ মিয়া শোকাহত

569
0

দক্ষিণ সুনামগঞ্জ: ২০ দলীয় জোটের শীর্ষনেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ যুব জাগপার সহ সাধারন সম্পাদক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বাসিন্দা গ্রীস প্রবাসী শেখ গোলাপ মিয়া। তিনি শোক সনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তার রুহের মাগফেরাত কামনা করেন। শেখ গোলাপ বলেন,শফিউল আলম প্রধান ছিলেন একজন সত্যবাদী রাজনীতিবীদ তিনি এদেশের অসহায় মানুষের কল্যাণে রাজনীতি করতেন। যার মুখে সর্বদা উচ্চারিত হত সত্যের বানী।আমি মনে করি এই নেতার মৃত্যুতে জাতী হারালো আজ এক রাজনীতির কাবিয়াল। প্রেস বিজ্ঞপ্তি

Previous articleপ্রস্তাবিত ভ্যাট হার কিছুটা বিবেচনা করা হবে: অর্থমন্ত্রী
Next articleআমরা ডাক্তাররা কী করিব?