Home জাতীয় জানুয়ারিতেই মন্ত্রিসভায় জামায়াত নিষিদ্ধের আইন!

জানুয়ারিতেই মন্ত্রিসভায় জামায়াত নিষিদ্ধের আইন!

521
0

Anisul Haque 01
নিউজ ডেস্ক: যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দল জামায়াতকে নিষিদ্ধ করার আইন অনুমোদনের জন্য জানুয়ারিতেই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সৈয়দ কায়সারের রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এসময় মন্ত্রী বলেন, ‘জামায়াতকে নয়, ১৯৭১ সালে যারা দেশের বিরোধী ছিল এবং অপরাধ সংগঠিত করেছিল তাদের নিষিদ্ধের জন্য আইন করা হবে।’
রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের সময় হত্যাকাণ্ড বা নাশকতার পরিকল্পনা করেছিল এতদিন তাদের বিচার হয়েছে। এখন যারা পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করেছিল তাদের বিচার হচ্ছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এ সাজা তার প্রাপ্য ছিল।’
রায় কার্যকর করা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচার মানেই কিছ ‍প্রক্রিয়া মানতে হবে। তাই সকল প্রক্রিয়া মেনেই রায় কার্যকর করা হবে।’
কামারুজ্জামানের রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো প্রকাশ হয়নি জানিয়ে তিনি বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সকলকে প্রতিবন্ধকতা দূর করে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

Previous articleঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস খাদে: নিহত ৮
Next articleইউটিউব দর্শকদের হৃদয়জুড়ে ‘বেবি ডল’ সানি লিওন