নিউজ ডেস্ক: রংপুরের মাহিগঞ্জে জাপানি নাগরিক ওশিও কিনাকিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা পৌনে এগারটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। জাপানি ওই নাগরিক মাহিগঞ্জে বাংলাদেশী উদ্যোক্তার সাথে কৃষি ফার্ম গড়ে তুলেছিলেন।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক মান্নাফ আলী জানান, রিকশায় চড়ে ওই জাপানি নাগরিক ফার্মের দিকে যাচ্ছিলেন। এসময় দুই যুবক তার পথরোধ করে। অপর একজন মোটর সাইকেলে ছিলেন। তাকে গুলি করার পর ঘাতকেরা মোটর সাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ২ নম্বর সেকশনের ৯০ নম্বর সড়কে তাভেলা সিজার নামে এক ইতালির নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এক সপ্তাহের মধ্যেই আরেকজন বিদেশী নাগরিক নিহত হলেন। ইতালির নাগরিক নিহত হওয়ার পর বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের সতর্ক করে দেয় যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলো। যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট গভ ডট ইউকেতে দেওয়া এক নির্দেশনায় বাংলাদেশে সাধারণ সন্ত্রাসী হুমকির কথা বলা হয়েছে।