Home Uncategorized জামালপুরে ট্রাক্টরের চাপায় যুবক নিহত

জামালপুরে ট্রাক্টরের চাপায় যুবক নিহত

454
0

Acc Trak Capa
জামালপুরে আঁখবাহী ট্রাক্টরের চাপায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের ফৌজদারী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হাসমত (২৫)। তিনি জামালপুর পৌরসভার ১নং ওয়ার্ডের নাওভাঙ্গা চর গ্রামের মঙ্গলের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দেওয়ানগঞ্জ সুগার মিলগামী আঁখ বোঝাই একটি ট্রাক্টর শহরের ফৌজদারী মোড় অতিক্রম করার সময় হাসমত ট্রাক্টরে ওঠে। এক পর্যায়ে হাসমত ট্রাক্টর থেকে পড়ে যান এবং ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Previous articleখালেদা জিয়ার ধমকে সরকার পদত্যাগ করবে না: ইনু
Next articleভারতে কী করছেন বাংলাদেশের প্রথম নগ্ন মডেল পিয়া?