Home জাতীয় জামায়াতের কাজগুলি করে দিচ্ছে তারা: প্রধানমন্ত্রী

জামায়াতের কাজগুলি করে দিচ্ছে তারা: প্রধানমন্ত্রী

447
0

Hasina
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উনি একেবারে অবরোধের ডাক দিয়েছেন। উনার অবরোধ কী? মানুষ খুন করা, বাস পোড়ানো, মানুষের ক্ষতি করা। অর্থাৎ, জামায়াতের যে কাজগুলি সেগুলি করে দিচ্ছে তারা।

বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশে অর্থনীতি সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে করে প্রধানমন্ত্রী এসমব কথা বলেন।

তিনি বলেন, মানুষকে পুড়িয়ে মারা, বাসের ঘুমন্ত ড্রাইভারকে পোড়ানো, যাত্রীদের গায়ে আগুন দেওয়া, মানুষ খুন করা- এগুলো কোনোভাবেই গণআন্দোলন হতে পারে না।

Previous articleবাস-টেম্পু সংঘর্ষে নিহত ৩
Next articleসহিংসতামূলক কর্মকান্ড প্রচারযন্ত্রও গণমাধ্যম নয়: তথ্যমন্ত্রী