Home ফিচার জামায়াতের ডাকে দ্বিতীয় দিনের হরতাল চলছে

জামায়াতের ডাকে দ্বিতীয় দিনের হরতাল চলছে

478
0

ঢাকা: জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দিনের হরতাল চলছে। হরতালের সমর্থনে জামায়াত ও শিবিরকর্মীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হরতালে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
রাজধানীতে শিবিরের মিছিল: রাজধানী খিলগাঁও এলাকায় সকাল ৮টার দিকে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। মহানগরী সভাপতি রেজাউল হক রিয়াজের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি এম শামীম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অর্থসম্পাদক তোজাম্মলে হক, অফিস সম্পাদক সোহেল রানা মিঠু, প্রচার সম্পাদক আবদুল কাদের, স্কুল কার্যক্রম সম্পাদক ফায়জুর রহমান প্রমুখ।
এদিকে সকাল সাড়ে ৬টায় চকবাজার থানা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। থানা সভাপতি হেলাল উদ্দিনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা আলিয়া মাদরাসা সভাপতি রেদোওয়ান উল্লাহ, আবুল হাসেম, আশরাফুল আলম প্রমুখ।

Previous articleযুক্তরাষ্ট্রের নিউজার্সির কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত তাহসিনা
Next articleছাত্রীর বিকৃত নগ্ন ছবি দিয়ে চাঁদাবাজি, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার