ঢাকা: জামায়াত নিষিদ্ধের বিষয়ে পর্যালোচনা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক। বলেছেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জামায়াত নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের তিনি জানান, এ নিয়ে কাজ হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও আইনমন্ত্রী বিষয়টি পর্যালোচনা করছে।
ট্রাইব্যুনাল কমানোর প্রসঙ্গে তিনি বলেন, ট্রাইব্যুনালে মামলার সংখ্যা যেহেতেু এখন কম তাই একটি ট্রাইব্যুনাল কমানো হয়েছে। তবে প্রয়োজনে আরও বাড়ানো হবে। বর্তমানে ৬টি মামলা বিচারাধীন রয়েছে এবং আরও ৬টি মামলা তদন্তাধীন রয়েছে। মামলার সংখ্যা বাড়লে ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়ানো হবে।