Home বিভাগীয় সংবাদ জামায়াত-পুলিশ সংঘর্ষে তিন পুলিশ আহত

জামায়াত-পুলিশ সংঘর্ষে তিন পুলিশ আহত

438
0

Police
কুড়িগ্রাম: কুড়িগ্রামে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ভোগডাঙ্গা বাজার থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি ভোগডাঙ্গা বাজারে পৌঁছলে পুলিশ বাধা দেয়। পরে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাত রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় পুলিশের তিন সদস্য ও জামায়াতের দুই কর্মী আহত হন। পরে সেখান থেকে শিবিরের তিন কর্মীকে আটক করে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই নাজমুল, কনস্টেবল আনোয়ার ও মহিমা রঞ্জন। আহত জামায়াত-শিবিরকর্মীদের নাম জানা যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল করিম মো. এহতেশাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Previous articleব্রাদারহুড প্রধান বদির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ
Next articleসালাহ উদ্দিনের জীবন নিয়ে স্ত্রীর শঙ্কা