কুড়িগ্রাম: কুড়িগ্রামে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ভোগডাঙ্গা বাজার থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি ভোগডাঙ্গা বাজারে পৌঁছলে পুলিশ বাধা দেয়। পরে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাত রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় পুলিশের তিন সদস্য ও জামায়াতের দুই কর্মী আহত হন। পরে সেখান থেকে শিবিরের তিন কর্মীকে আটক করে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই নাজমুল, কনস্টেবল আনোয়ার ও মহিমা রঞ্জন। আহত জামায়াত-শিবিরকর্মীদের নাম জানা যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল করিম মো. এহতেশাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।