Home Uncategorized জামায়াত-পুলিশ সংঘর্ষ, আটক ৩

জামায়াত-পুলিশ সংঘর্ষ, আটক ৩

400
0

Atok 01
কক্সবাজার: শহরের বার্মিজ স্কুল এলাকায় পুলিশ ও জামায়াত-শিবির কর্মীদের মুখোমুখি সংর্ঘষ হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত ও ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমাবার সকাল সাড়ে ৯ টায় সময় শহরের বার্মিজ স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ও আটক লোকদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানান, সকালে বার্মিজ স্কুল এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল ছোড়ে। এতে উভয়পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় সড়কে স্বাভাবিক যানচলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে থানায় পাঠিয়ে দেয়া হয়েছে। শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়নে করা হয়ছে।

Previous articleসাংবাদিকরাই প্রথমে ১৪৪ ধারা ভেঙ্গেছে: মায়া
Next articleগাড়ি ও সিএসএফ প্রস্তুত: যেকোনো সময় বের হবেন খালেদা