Home Uncategorized জাহাজের ধাক্কায় ট্রলারডুবি: নিহত ১, নিখোঁজ ২৬

জাহাজের ধাক্কায় ট্রলারডুবি: নিহত ১, নিখোঁজ ২৬

516
0

Nouka
নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী বসুন্ধরা-৮ নামের একটি জাহাজের ধাক্কায় এসভি বন্ধন নামের একটি মাছ ধরার ট্রলার (ফিশিং ভেসেল) ২৯ জন আরোহীসহ ডুবে গেছে। এ ঘটনায় মৃত একজনসহ তিনজনকে উদ্দার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ২৬ জন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে কক্সবাজারের অদূরে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণ হিসেবে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারটি অন্য একটি বড় জাহাজের সঙ্গে ধাক্কা খেয়েছে- এমন একটি তথ্য জানা গেছে। এদিকে, নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্রজয় মাঝিমাল্লাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে বলে নৌবাহিনীর একটি সুত্র নিশ্চিত করেছে।

Previous articleমুশফিক-মাহামুদুল্লাহর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
Next articleমুসলিম বিশ্বে ঐক্যের ডাক এরদোগানের