Home খেলাধুলা জিম্বাবুয়েকে ৮৭ রানে হারিয়ে বাংলাদেশের জয়

জিম্বাবুয়েকে ৮৭ রানে হারিয়ে বাংলাদেশের জয়

1087
0

image_153766.198929.3
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৮২ রানের টার্গেটে ১৯৪ রানে অল আউট হয়েছে জিম্বাবুয়ে। ফলে ৮৭ রানের বড় জয় পেলো টাইগাররা। সংগ্রহ করেছে তারা। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান করে স্বাগতিকরা।
সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ৩০ রানের মধ্যেই হারিয়েছে তামিম ইকবাল, এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট।
দলীয় ৮ রানে ব্যক্তিগত ৫ রান করে পানিয়াঙ্গারার বলে বোল্ড হন তামিম। এর পর দলীয় ২৬ রানে স্বাগতিকরা তাদের দ্বিতীয় উইকেট হারায়। চাতারার বলে মিড অফে দাড়িয়ে থাকা চিগুম্বুরার হাতে সহজ ক্যাচ দেন এনামুল হক (১২)। এনামুল ফেরার পর পরই চাতারার দ্বিতীয় শিকারে পরিনত হন মাহমুদউল্লাহ (১)। এর আগে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়েল অধিনায়ক এলটন চিগুম্বুরা।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগার একাদশে জায়গা হয়নি জুবায়ের হোসেন, শফিউল ইসলাম ও ইমরুল কায়েসের। শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলে ওয়ানডে অভিষেক হয়েছে সাব্বির রহমানের।

Previous articleআওয়ামী লীগকে চরম মাশুল দিতে হবে: মির্জা ফখরুল
Next articleহারূন আকবর আমাদের লোকসাহিত্যকে সমৃদ্ধ করেছেন: ওয়ালী তছর উদ্দিন এমবিই