নিউজ ডেস্ক: রাজধানীর শাহজাহানপুরে নলকূপে পড়ে যাওয়া শিশু জিয়াদের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, তারা অত্যাধুনিক ক্যামেরা পাঠিয়েও সেখানে কোনো শিশুর অস্তিত্ব জানতে পারেননি। তাদের মতে, শিশুটি সেখানে নেই। পরে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
এদিকে শাহজাহানপুরে জিয়াদের বাসায় গিয়ে দেখা যায়, তার মা খাদিজা শোকাতুর হয়ে বিছানায় পড়ে আছেন। প্রতিবেশীরা এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন।
এ সময় তিনি নয়াদিগন্তকে বলেন, গতকাল আমি দুপুরের খাবার খেয়ে জিয়াদকে নিয়ে ঘুমিয়েছিলাম। কিন্তু ঘুম থেকে উঠে দেখি জিয়াদ আমার পাশে নেই। এরপর তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে বাইরে এসে শুনতে পাই পাইপের মধ্যে একটি শিশু পড়ে গেছে। সেখানে গিয়ে আমি তাকে ডাকতে থাকলে জিয়াদ সাড়া দেয়।