Home জাতীয় জুনের মধ্যে ৩ সিটি কর্পোরেশন নির্বাচন: সিইসি

জুনের মধ্যে ৩ সিটি কর্পোরেশন নির্বাচন: সিইসি

504
0

স্টাফ রিপোর্টার: রোজার আগে জুনের মধ্যে ঢাকার দুই (উত্তর ও দক্ষিণ) সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য চলতি মাসেই তফসিল ঘোষণা করা হবে।

প্রাধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন।

কাজী রকিবউদ্দিন আহমদ জানান, চলতি মাসেই তফসিল ঘোষণা করবে ইসি। তবে একই দিনে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

Previous articleযুবসমাজই পারে একটা গ্রামকে আলোকিত করতে
Next articleস্বামী ড্যানিয়েল বাদ, যার সঙ্গে ডেট করতে চান সানি লিওন!