Home বিভাগীয় সংবাদ জুলুম-নির্যাতন ও তান্ডব করেও অবৈধ সরকার শেষ রক্ষা পাবেনা

জুলুম-নির্যাতন ও তান্ডব করেও অবৈধ সরকার শেষ রক্ষা পাবেনা

463
0

kamal
নারায়ণগঞ্জ: জুলুম-নির্যাতন ও তান্ডব করেও অবৈধ সরকার শেষ রক্ষা পাবেনা। ক্ষমতা আঁকড়ে রাখার স্বপ্ন সহসাই ভঙ্গ হবে। গনবিচ্ছিন্ন অবৈধ সরকারের পতন গনঅভূত্থানেই হবে, জনগনের বিজয় হবেই- ইনশাল্লাহ। নারায়ণগঞ্জ সদর থানার দ্রুত বিচার আইনের (৬(১)/১৫) মামলার ধার্য্য তারিখে আদলতে হাজিরা দিয়ে কারাগারে নেয়ার সময় প্রিজন ভ্যানে উঠার আগ মুহূর্তে উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক এটিএম কামাল এসব কথা বলেন।
সোমবার সদর থানার দ্রুত বিচার আইনের মামলার ধার্য্য তারিখ থাকায় এটিএম কামালকে সকাল ৯টায় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। মামলাটির চার্জ শিট আদালতে গৃহীত হয়েছে। মামলার প্রধান আসামি এটিএম কামাল সহ মামলাটির চার্জ শিট ভুক্ত আসামি ১৭ জন।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারী সকালে শহরের হাজীগঞ্জ এম সার্কাস এলাকাতে অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল বের করার সময়ে পুলিশ এটিএম কামালকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক এটিএম কামালের বিরুদ্ধে সাম্প্রতিক অবরোধে দেয়া দ্রুত বিচার আইনে মামলা সহ সর্বমোট ৪০ এর অধিক মামলা রয়েছে।

Previous articleঝিনাইদহে হরতালের সমর্থনে মিছিল আটক ৮
Next articleঅবৈধ সরকারের পদত্যাগই চলমান সংকট নিরসনের একমাত্র উপায়: নগর জামায়াত