ঢাকা: প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে অবৈতনিক উপদেষ্টা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। গত ১৭ই নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই প্রজ্ঞাপনটি জারি করা হলেও সেটি প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তার ক্ষমতাবলে সজীব ওয়াজেদ জয়কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। এই দায়িত্ব পালনে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এই নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক।
উল্লেখ্য, বিএনপি নেতারা আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকীর নিউইয়কে দেয়া বক্তব্যকে উদ্ধৃত করে জয়ের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তির উপদেষ্টার সম্মানী হিসেবে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি টাকা নেয়ার অভিযোগ তুলেন। বিএনপি নেতাদের এই বক্তব্যের পর সরকার এই প্রজ্ঞাপন জারি করে।