Home Uncategorized জয়পুরহাটে বিএসএফের হাতে ৫ বাংলাদেশি আটক

জয়পুরহাটে বিএসএফের হাতে ৫ বাংলাদেশি আটক

482
0

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত থেকে বাংলাদেশি ৫ শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। সোমবার রাতে পাসপোর্টবিহীন অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতের ‘সিদাই’ নামক এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।
৫ বাংলাদেশিকে আটকের বিষয়টি বিজিবি নিশ্চিত করলেও তাদের নাম-পরিচয় জানাতে পারেনি। এ ব্যাপারে বিজিবি বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিএসএফ থেকে এ ব্যাপারে সাড়া দেওয়া হয়নি।
জয়পুরহাট-৩ বিজিবির অতিরিক্ত পরিচালক নাসির ইমাম রুমি জানান, ‘পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গতকাল সোমবার রাত ১১টার দিকে বিএসএফ সদস্যরা ৫ বাংলাদেশিকে আটক করে।’
তিনি বলেন, আটকরা সবাই নির্মাণ শ্রমিক। তবে কবে, কখন বা কতদিন আগে তারা ভারতে প্রবেশ করেছিল, তা এখনো জানা যায়নি। তদন্তের স্বার্থে বিএসএফ আটকদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেছে বলেও জানান নাসির ইমাম। তিনি বলেন, তবে কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আটকদের সম্পৃক্ততা না পেলে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত দিবে বলে জানিয়েছে।

Previous articleঅনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে সিলেটে অচলাবস্থা
Next articleনাইজেরিয়ার স্কুলে বোমা হামলায় নিহত ৪৭