জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত থেকে বাংলাদেশি ৫ শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। সোমবার রাতে পাসপোর্টবিহীন অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতের ‘সিদাই’ নামক এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।
৫ বাংলাদেশিকে আটকের বিষয়টি বিজিবি নিশ্চিত করলেও তাদের নাম-পরিচয় জানাতে পারেনি। এ ব্যাপারে বিজিবি বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিএসএফ থেকে এ ব্যাপারে সাড়া দেওয়া হয়নি।
জয়পুরহাট-৩ বিজিবির অতিরিক্ত পরিচালক নাসির ইমাম রুমি জানান, ‘পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গতকাল সোমবার রাত ১১টার দিকে বিএসএফ সদস্যরা ৫ বাংলাদেশিকে আটক করে।’
তিনি বলেন, আটকরা সবাই নির্মাণ শ্রমিক। তবে কবে, কখন বা কতদিন আগে তারা ভারতে প্রবেশ করেছিল, তা এখনো জানা যায়নি। তদন্তের স্বার্থে বিএসএফ আটকদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেছে বলেও জানান নাসির ইমাম। তিনি বলেন, তবে কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আটকদের সম্পৃক্ততা না পেলে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত দিবে বলে জানিয়েছে।