জয়পুরহাট সদর উপজেলায় ৩৬ ফুট রেললাইন উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে জয়পুরহাটের সঙ্গে ঢাকা, রাজশাহী, দিনাজপুর, পাবর্তীপুর, সৈয়দপুর ও নীলফামারীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জয়পুরহাট স্টেশনের মাস্টার নুরুল ইসলাম জানিয়েছেন, আজ ভোররাতের কোন এক সময় সদর উপজেলার উরি সেতু এলাকায় প্রায় ৩৬ ফুট রেল লাইনের প্যান্ডেল ক্লিপ ও ফিসপ্লেট খুলে ফেলা হয়। লাইন মেরামতের জন্য সকালে পার্বতীপুর থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ আনা হয়েছে। ঘণ্টা তিনেকের মধ্যে লাইন মেরামতের পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
এ ঘটনার আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল এলাকায় রেললাইনে নাশকতার চেষ্টার অভিযোগে দুই কিশোরকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে ফিসপ্লেট ও পেন্ডেল ক্লিপ তুলে ফেলার কারণে বরেন্দ্র, দ্রুতযান ও তিতুমীর এক্সপ্রেসের তিনটি ট্রেন বিভিন্ন জায়গায় আটকা পড়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।