ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাত যুবকরা। এ সময় তিন-চারটি ককটেলও বিস্ফোরণ করে তারা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার কাজী নজরুল ইসলাম রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে রাস্তার পাশ থেকে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ওই রুটে চলাচলকারী মৈত্রী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১১-১৭৪৩) ইট-পাটকেল ছুড়তে তাকে কয়েক যুবক।
এরপর বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় তিন-চারটি ককটেলও বিস্ফোরণ করে তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সটকে পড়ে তারা।
তবে তড়িঘড়ি করে যাত্রীরা নেমে যাওয়ায় কোনো আহতের ঘটনা ঘটেনি বলে জানান প্রত্যক্ষদর্শী পথচারীরা।