Home Uncategorized ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত দুই

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত দুই

511
0

accident news_44465
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর নামক স্থানে আজ সকালে ট্রাকের ধাক্কায় শিমুল (৩৫) নামে এক মটরসাইকেল চালক নিহত ও দুই জন আহত হয়েছেন। হতাহতদের সবার বাড়ি কুষ্টিায়ার ইবি থানার শিবপুর গ্রামে। আহত কনা খাতুন (১৮) ও রোকনুজ্জামান (২৬) কে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সগির মিঞা জানান, আজ সকাল ৯টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের দুধসর নামক স্থানে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মটরসাইকেল কে চাপা দিলে মটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে শিমুলের মৃত্যু হয়। শিমুলসহ তিন আরোহী মটরসাইকেল যোগে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ শহরে আসছিলেন। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানায় এখনো কোন মামলা হয়নি বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা সগির মিঞা জানান।

Previous articleমিশরে ব্রাদারহুডের ১৮৮ সমর্থকের মৃত্যুদণ্ড
Next articleইসলামী শ্রমনীতিই পারে দারিদ্রমুক্ত সমাজ উপহার দিতে: এডভোকেট জুবায়ের