আতিকুর রহমান টুটুল, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সংখ্যাগরিষ্ঠা অর্জন করেছে। নির্বাচনে সভাপতি পদে এড এস এম মশিউর রহমান ১৩৫ ভোট পেয়ে ও এড একরামুল হক আলম ১২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পুনঃ নির্বাচিত হয়েছেন। দিনব্যাপী নির্বাচন শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এই ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মশিউর-আলম পরিষদ সভাপতি, সহ-সভাপতি ও সম্পাদকসহ ১০টি পদে এবং আওয়ামীলীগ সমর্থিক তোফাজ্জেল-নজরুল পরিষদ তিনটি বিভাগী সম্পাদক ও ছয়টি সদস্যসহ আটটি পদে জয় লাভ করেন।
আইনজীবী সমিতির নির্বাচন কমিশন সুত্রে বলা হয়েছে, মোট ২৪৭ জন ভোটারের মধ্যে বৃহস্পতিবার সবাই তাদেও ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৯টি পদে ৩৮ জন প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচন কমিশনার হিসেবে এড নুরুল ইসলাম বিশ্বাস দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলে। এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নিরংকুশ সংখ্যাগরিষ্ঠা অর্জন করায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।