ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে মৌ খাতুন (১৪) নামে এক কিশোরীকে ছুরিকাঘাত করেছে বখাটে কয়েক যুবক। রোববার (১৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনার পর থেকে স্কুলের শিক্ষার্থীরা বখাটেদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা-ঝিনাইদহ সড়কের পোস্ট অফিস মোড়ে অবরোধ করে রেখেছে। মৌ ঝিনাইদহ পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং সদর উপজেলার ফজের আলী বলিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানায়, মৌ ও তার এক সহপাঠী স্কুলে যাচ্ছিলো। এসময় তারা শহরের এইচএসএস সড়কে পৌঁছুলে কয়েকজন বখাটে তাদের পথরোধ করে উত্ত্যক্ত করে ও ধাক্কা দেয়। এতে তারা প্রতিবাদ করলে বখাটেরা তাদের কাছে থাকা ছুরি দিয়ে মৌয়ের হাতে ও পায়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। তবে মৌয়ের সহপাঠী অক্ষত রয়েছে।তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মৌকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এসআই আরো জানান, বখাটেদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।