ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মসিউর রহমান বলেছেন, বুদ্ধিজীবিদের হত্যার মধ্যদিয়ে পাক বাহিনী বাংলাদেশে যে বর্বরতা চালিয়েছিল তার প্রেত্মাতারা এখনো দেশে সক্রিয় রয়েছে। তিনি বলেন বর্তমার অবৈধ সরকার দেশের মেধাবীদের হত্যা ও গুম করে দেশকে মেধা ও রাজনীতি শুন্য করার পরিকল্পনা করেছে। কিন্তু এদেশের গনতন্ত্র ও দেশপ্রেমিক নাগরিকরা সরকারের ঘৃন্য পরিকল্পনা বস্তাবায়ন করতে দেবে না। মসিউর রহমান রোববার জিয়া পরিষদ আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
হাফিজুর রহমান মাষ্টারের সভাপতিত্বে আরেলাচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজাহান আলী, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, আশরাফুল ইসলাম পিন্টু, প্রভাষক আব্দুস সালাম লিচু, কাজী মঞ্জুরুল হক ডাবলু, জুলফিক্কার আলী, আব্দুর রহমান মাষ্টার, মোস্তাক হোসেন ও আরিফুল ইসলাম আনন প্রমুখ। মসিউর রহমান শহীদ বুদ্ধিজীবি দিবস পালনে প্রশাসনের বিরুদ্ধে নির্লিপ্ততার অভিযোগ তুলে বলেন, যাদের জীবনের আত্মদানে দেশ স্বাধীন হয়েছে দলবাজীর কারণে প্রশাসন ও ক্ষমতাসিনরা তাদের স্মরণ করতে ব্যার্থ হয়েছে।