ঝিনাইদহ প্রতিনিধিঃ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে ৭২ ঘন্টার ডাকা হরতালের দ্বিতীয় দিনের সমর্থনে ঝিনাইদহে ঝটিকা মিছিল করেছে বিএনপি তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকালে শহরের আরাপুর বাসস্টান্ড থেকে জেলা বিএনপির ব্যানারে একটি মিছিল ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে তেল পাম্পে সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি নেতা লোকমান হোসেন, মোস্তাক আহম্মেদ লালন, রাজু, ইকবাল আহমেদ তরিকুল,নজরুলসহ নেতাকর্মীরা অংশ নেয়।
এদিকে নাশকতার আশংকায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৮ জন বিএনপি ও জামায়াত কর্মীকে আটক করেছে বলে জানান পুলিশ সুপার আলতাফ হোসেন।