গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় সুতার ববিন তৈরির একটি কারখানায় আগুন লেগে বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে ‘এসবি কোন’ নামের কারখানায় এ অগ্নিকাণ্ড হয় বলে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান।
পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তার আগেই তৈরি ববিনসহ ববিন তৈরির কাগজের রোল, মেশিন ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়। আগুনে কেউ আহত হয়নি বলে জানান সেলিম মিয়া।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা সেলিম। তাংৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।