
ঢাকা: টঙ্গীর তুরাগ তীরে ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জুমার নামাজে শামিল হয়েছেন লাখো মুসল্লি। শুক্রবার বাদ ফজর মাওলানা ইসমাইল হোসেনের আম বয়ানের মধ্য দিয়ে প্রথম পর্ব শুরু হয়। জুমার নামাজের পর শুরু হয় বড় বয়ান, চলবে আসর পর্যন্ত। আজকের জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ জুবায়ের।
বিশ্ব ইজতেমায় প্রতিটি জেলা ও উপজেলার মুসল্লিদের জন্য আলাদাভাবে স্থান বরাদ্দ করা হয়েছে। এছাড়া, খন্ড খন্ডভাবে মুসল্লিরা রান্নার কাজও করছেন।
মুসল্লিদের কয়েকজন বলেন, বয়ানে আমরা আল্লাহ-রাসূলের দীনের কথা শুনি, তসবি পড়ি, আল্লাহর নাম নিই, জিকির করি। অনেক সময় হুজুর পড়েন, আমরা শুনি।
এদিকে অবরোধের মধ্যেও ভোগান্তি, শঙ্কা সঙ্গে করে দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি যোগ দিয়েছেন মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ এ ধর্মীয় আসরে। রোববার দুই পর্বের ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে।
ইজতেমা সর্বাত্মকভাবে সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক নজরদারি ও প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের প্রস্তুতি।