Home খেলাধুলা টাইগারদের স্বপ্নযাত্রার সমাপ্তি

টাইগারদের স্বপ্নযাত্রার সমাপ্তি

464
0

Cricket India

ক্রীড়া প্রতিবেদক: ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন আগেই পূরণ করেছে বাংলাদেশ। এরপর স্বপ্ন দেখতে শুরু করে সেমিফাইনালের। সেই স্বপ্নের পথে হন্তারক হয়ে দেখা দেয় ভারত। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেটে ৩০২ রান করে। জবাবে বাংলাদেশ ১৯৩ রানেই অলআউট হয়ে যায়। ভারতের কাছে ১০৯ রানে হেরে টাইগারদের বিশ্বকাপ মিশন কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যায়।

বিশ্বকাপ শুরুর ১৫ দিন আগে অস্ট্রেলিয়া যায় বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তারা প্রস্তুতি ম্যাচ খেলে। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল দুটি ছোট দলকে হারানোর পাশাপাশি একটি বড় দলকে হারানো। বিশ্বকাপে আফগানিস্তান, স্কটল্যান্ড, ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে, যা বাংলাদেশের মানুষের স্বপ্নের চেয়ে বেশি কিছু ছিল। কিন্তু গ্রুপ পর্বে বাংলাদেশ যে পারফরম্যান্স করেছে, তাতে কোয়ার্টার ফাইনালে ভারতকে হারানোর স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। ভারত দল ছাড়াও মাঠের অনেক কিছুর সঙ্গেই লড়তে হয়েছে টাইগারদের।

Previous articleমানুষ হত্যা করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিজয় ঠেকানো যায়নি: আসাদুজ্জামান নূর
Next articleফেনীতে ট্রাকে পেট্রোল বোমায় চালকসহ দগ্ধ ৫