Home অর্থনীতি টাকা ‘পাচারের’ অভিযোগ তদন্ত করবে কেন্দ্রীয় ব্যাংক: অর্থ প্রতিমন্ত্রী

টাকা ‘পাচারের’ অভিযোগ তদন্ত করবে কেন্দ্রীয় ব্যাংক: অর্থ প্রতিমন্ত্রী

467
0

ঢাকা: অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, বাংলাদেশ থেকে ৭০ হাজার কোটি টাকা পাচারের যে তথ্য গ্লোবাল ফাইনানশিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) প্রকাশ করেছে, তা কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করবে। বুধবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে সংসদে প্রশ্নের জবাব তিনি একথা জানান।

এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, আজকাল সারাবিশ্বে তথ্য প্রবাহের যে অবাধ যাতায়াত সেখানে সংশয়ও আছে। তবে এই তথ্য আমরা উড়িয়ে দিচ্ছি না। বাংলাদেশ ব্যাংকের ফাইনানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই পাচার সম্পর্কে তথ্য সংগ্রহ করবে, তদন্ত করবে। এই ধরনের প্রবণতা যাতে রোধ করা যায় সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে।

Previous article৪৫ বছরে ১৫ হাজার মিলিয়ন ডলার বিদেশী সহায়তা এসেছে: অর্থমন্ত্রী
Next articleসিলেটে পাঁচ ভাই রেস্টুরেন্টকে জরিমানা